কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গত কয়েক দিনের ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির পাওয়ায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আবদুর রহমান জানান, কর্ণফুলীর পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট দিয়ে বর্তমানে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তিনি বলেন, ‘কাপ্তাই হ্রদে বর্তমানে ১০৭.৩৬ ফুট মিন সি লেভেল পানি রয়েছে। যদিও রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এখন হ্রদে পানি থাকার কথা ১০৫.০৪ এমএসএল। পরিমাপের চেয়ে হ্রদে বর্তমানে দুই ফুটেরও বেশি পানি রয়েছে। তিনি বলেন, হ্রদের পানি আরেকটু বৃদ্ধি পেলে পাঁচ নম্বর জেনারেটরটিও চালু করা হবে। সেটি সচল করা হলে বিদ্যুৎ উৎপাদন ২৪০ মেগাওয়াট পৌঁছাবে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম