কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাঙামাটি হোক বিশ্ব পর্যটনদের লীলাভূমি- এই স্লোগান নিয়ে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির পর্যটন শিল্প উন্নয়নের লক্ষ্যে দৈনিক রাঙামাটি পত্রিকার আয়োজনে জাতীয় পর্যায়ে নিয়মিত অনুষ্ঠান আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০১৬, পর্যন্ত বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী আয়োজন করতে যাচ্ছে ‘নৈসর্গের লীলাভূমি রাঙামাটি’ শীর্ষক শামীমুল আহসানের তোলা ছবির একক আলোকচিত্র প্রদর্শনী।
৯ অক্টোবর রোববার বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি শাবান মাহমুদ, ফটোগ্রাফিক ইনস্টিটিউট ‘প্রিজ্ম’র পরিচালক ও আলোকচিত্র শিক্ষক-লেখক রফিকুল ইসলাম। এছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
শামীমুল আহসান দৈনিক রাঙামাটি পত্রিকার ঢাকা ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার। একই সাথে তিনি একজন পেশাদার আলোকচিত্র শিল্পী। প্রদর্শনীতে তার তোলা ছবির ১০১টি ফ্রেমে মোট ১২১টি ছবির প্রদর্শন করা হবে। সবগুলো ছবি পার্বত্য জেলা রাঙামাটি সদরের পুরামোন পাহাড়, বড়দা পাহাড়, কাপ্তাই উপজেলার কর্নফুলী নদীর তীর, শুভলং ও লংগদু লেক, ঝুড়াছড়ি ও বাঘাই ছড়ি উপজেলার মনোরম সাজেক পাহাড় থেকে তোলা।
সুত্রঃ বাসস / কৃপ্র/ এম ইসলাম