কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নাটোর জেলায় ১০ টাকা কেজি দরে জেলার ৭০ হাজার ৭৩৭ হতদরিদ্র পরিবারের মাঝে ইউনিয়ন পর্যায়ে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি মাসে ৩০ কেজি করে বছরের পাঁচ মাস এসব পরিবার এই সুবিধার আওতায় থাকবেন। খবর বাসস।
সম্প্রতি নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি আনুষ্ঠানিকভাবে সুলভ মূল্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একইভাবে জেলার অন্যান্য সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ স্ব-স্ব এলাকাতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, ৭৫ শতাংশ দারিদ্রের হার এবং ২৫ শতাংশ জনসংখ্যা হারের আনুপাতিক বিবেচনায় জেলায় ৭৩ হাজার ৭৩৭ হতদরিদ্র পরিবার নির্বাচিত করা হয়েছে। উপজেলা পর্যায়ের একজন করে কর্মকর্তার নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন কমিটি হতদরিদ্র পরিবার বাছাই করেছে। বাছাইকৃত এসব পরিবারকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে কার্ড দেয়া হয়েছে। কার্ডপ্রাপ্ত হতদরিদ্র পরিবারের মধ্যে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় ১৯ হাজার ২৭৮টি, সিংড়া উপজেলায় ১৬ হাজার ৩১টি, বড়াইগ্রামে ১৯ হাজার ৭৭৫টি, লালপুরে ১১ হাজার ৪৬৪টি, গুরুদাসপুরে ১০ হাজার ১০৫টি এবং বাগাতিপাড়া উপজেলায় পাঁচ হাজার ৮৫টি।
ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়নে দুইজন করে ৫২টি ইউনিয়নে ১০৪ জন ডিলার নিয়োগ দিয়েছে জেলা খাদ্য বিভাগ। ডিলারগণ ৮.৫০ টাকা দরে চাল উত্তোলন করে ১০ টাকা কেজি দরে সপ্তাহের তিন দিন যথাক্রমে- শুক্র, শনি ও মঙ্গলবার চাল বিক্রি করছেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ এবং এপ্রিল- এই পাঁচ মাস চাল বিতরণ করা হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনিরুল ইসলাম বাসস’কে বলেন, মূলতঃ গ্রামীণ জনপদে কর্ম সংকটকালীন সময়ে হতদরিদ্র পরিবারের সহায়তা প্রদানের লক্ষ্যে এই কর্মসূচি সারা দেশব্যাপী চালু করা হয়েছে। সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কৃপ্র/ এম ইসলাম