কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নওগাঁ জেলায় সরিষা, ভুট্টা এবং মুগডাল চাষে উৎসাহিত করতে ১০ হাজার ১শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা হিসেবে ৬৭ লাখ ৮৯ হাজার টাকা মুল্যের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রণোদনাপ্রাপ্ত এসব কৃষকদের মধ্যে ৮ হাজার জন সরিষা চাষী, ১ হাজার ৬শ জন ভুট্টাচাষী এবং ৫০ জন মুগডাল চাষী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানান, জেলার ১১টি উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় এসব বিতরণের কাজ চলছে।
সরিষা চাষীদের জন প্রতি ১ বিঘা জমির জন্য ১ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি, ভুট্টাচাষীদের জনপ্রতি ১ বিঘা জমির বিপরীতে ২ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি এবং মুগডাল চাষীদের জন্য জনপ্রতি ১১ বিঘা জমির বিপরীতে ২০ কেজি করে বীজ ২০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি বিতরণ করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ২০১৬-১৭ অর্থ বছরে খরিপ-২/২০১৬-১৭ রবি/২০১৬-১৭ ও পরবর্তী খরিপ-১ মওসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হচ্ছে।
কৃপ্র/ এম ইসলাম