কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নরসিংদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদীর মেঘনা নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় ৩৬টি দল অংশগ্রহণ করে। নৌকাবাইচ প্রতিযোগিতায় বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার ওসমান উল্লার দল চ্যাম্পিয়ান হয়। নরসিংদীর করিমপুরের হাজী ফারুখ মিয়ার নৌদল প্রথম রানার আপ এবং কিশোরগঞ্জের নিকলীর শমসের আলীর দল দ্বিতীয় রানার আপ হয়।
নরসিংদী শেরেবাংলা ক্লাব আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক)। শেরেবাংলা ক্লাবের সভাপতি কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, ভূঁইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেনহাজুর রহমান ভূইয়া রাজু, নরসিংদী পৌর কাউন্সিলর রিপন সরকারসহ শেরেবাংলা ক্লাবের নেতৃবৃন্দ।
সুত্রঃ ইত্তেফাক অনলাইন/ কৃপ্র/ এম ইসলাম