কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় দরিরামপুর নজরুল একাডেমী মাঠে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খলিলুর রহমান। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে ডিডিএলজি নুরুল আলম রিপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি প্রমুখ উপস্থিত ছিলেন।
অপর দিকে উপজেলার ধানীখোলা উচ্চ বিদ্যালয় মাঠে চারা বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এবং উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা-পাটুলী ও কানিহারী ইউনিয়নের আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে চারা বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার ১২ ইউনিয়নে এক যোগে এক লাখ ৭০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এক লাখ ৩৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
সুত্রঃ ইত্তেফাক অনলাইন/ কৃপ্র/ এম ইসলাম