কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের একটি ধানখেত থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে মৃত হাতিটি উদ্ধার করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের আমজাদ হোসেনের খেতে ধান খাওয়ার সময় হাতিটি মারা যায় বলে এলাকাবাসী জানায়।
পানবর গ্রামের অধিবাসী আব্দুল হালিম মাস্টার জানান, গত দুই সপ্তাহে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পাহাড়ি গ্রাম গুলোতে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতি তাণ্ডব চালাচ্ছে। এক সপ্তাহে দুইজন বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হয়েছে।
কাংশা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘শনিবার রাত জেগে হাতি তাড়িয়েছি। রাতে একটি বন্যহাতি মারা গেছে। কিভাবে মারা গেছে, তা বলতে পারবো না।’ ঝিনাইগাতী উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ফৌজিয়া কাদের মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।
কৃপ্র/ এম ইসলাম