কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ‘গল্পের গরু গাছে ওঠে’। ‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না’। এমন অনেক প্রবাদ প্রচলিত রয়েছে। কিন্তু কখনও শোনা যায়নি ছাগল গাছে ওঠে। না, কোনো ঠেলায় পড়ে নয়। এমনকি গল্পও নয়। কাকতালীয় ঘটনাও নয়। মরক্কোতে বাস্তবে প্রতিদিনই এমন অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন।
মরক্কোতে একটি বিশেষ গাছে ওঠে পাল পাল ছাগল। সেই গাছগুলো যত বড়ই হোক না কেন ছাগলের পাল হুমমুড়িয়ে ওঠে পড়ে। চার পায়ে ব্যালেন্স করে এ ডাল থেকে ও ডালে অনায়াসে এসব ছাগল ঘুরে বেড়ায়।
দক্ষিণ-পশ্চিম মরক্কোয় আরগান নামে এক রকম গাছ দেখতে পাওয়া যায়। সারা গায়ে কাঁটাযুক্ত এই গাছের ফল রসালো ও সুস্বাদু। সেই ফলের লোভেই ছাগলেরা গাছে ওঠে যায়। আর এটিই এখন ‘ছাগল গাছ’ নামে পরিচিত।
সুত্রঃ আনন্দবাজার।