কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন নদীতে খাঁচায় মাছ চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এতে দুই জেলায় বছরে অতিরিক্ত ১০ হাজার টন মাছ উৎপাদন সম্ভব। এর মূল্য হবে প্রায় ১৫০ কোটি টাকা। মোহনপুর উপজেলাল সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান এ কথা বলেন। তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কাছে মহানন্দা নদীতে খাঁচায় মাছ চাষের একটি পাইলট প্রকল্প থেকে আমরা এই সম্ভাবন দেখেছি।’
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এটি এ ধরনের প্রথম প্রকল্প। চাষীদের উদ্বুদ্ধ করতে এটি একটি প্রদর্শনমূলক ব্যবস্থা। চাষীরা এর সম্ভাবনা সম্পর্কে অবহিত হয় এবং খাঁচায় মাছ চাষে আগ্রহী হয়।
ড. এহসান জানান, কোনো সমস্যা না হলে প্রতিটি ইউনিট (১০টি খাঁচা) থেকে বছরে ১০ টন মাছ উৎপাদন করা সম্ভব। এর দাম প্রায় ১৫ লাখ টাকা। পদ্মা ও মহানন্দা নদীতে ৭শ’ থেকে ১ হাজার ইউনিটে মাছ চাষ সম্ভব। এতে বছরে ৭ থেকে ১০ হাজার টন মাছ উৎপাদিত হবে। এর দাম হবে প্রায় একশ’ থেকে ১৫০ কোটি টাকা।
সুত্রঃ বাসস