কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৮টার দিকে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড সর্ট গানের গুলি বর্ষণ করে। শ্রমিকদের ছোড়া ইট পাটকেলের ৪ পুলিশ সদস্য সামান্য আহত হয়। এ ঘটনায় বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে সবধরনের কাজ বন্ধ রয়েছে। খবর নয়াদিগন্ত অনলাইনের।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থানে ধানবীজ প্যাকেটজাত করে সরবরাহের জন্য সপ্তাহখানেক আগে চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে শ্রমিকরা কাজ শুরু করে। প্রতিদিন প্রায় সাড়ে ৩শ’ শ্রমিক এখানে কাজ করে। প্রতিদিন তারা ৪শ’ টাকা হাজিরা পান।
বেশ কয়েকদিন ধরে প্রতিপক্ষের মোমিন ও হানিফ তাদের শ্রমিক নিয়োগের জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু বর্তমান শ্রমিক সর্দার লোকমান তাদের প্রস্তাব নাকচ করে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে মোমিন ও হানিফের নেতৃত্বে তার লোকজন সোমবার সকালে জোরপূর্বক কাজে যোগ দিতে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিস্ফোরণ ঘটানো হয় কয়েকটি ককটেলের। ভাংচুর করা অফিসের জানালা-দরজা। এ সময় পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে। বর্তমানে ফার্ম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর অফিসার ইনচার্জ ওসি তোজাম্মেল হক জানান, আমরা আগেই জেনেছিলাম সংঘর্ষ হতে পারে। যার কারণে পুলিশ মোতায়েন করা ছিল। এ কারণে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে।