কৃষি প্রতিক্ষণ ডেস্ক : সুষ্ঠু পরিকল্পনার অভাব, ব্যাংক সুদের উচ্চ হার আর মিলগুলোর অসম প্রতিযোগিতার কারণে নওগাঁর অধিকাংশ চালকল বন্ধ হয়ে পড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন । ধান-চালের সিংহভাগ চাহিদা মেটে উত্তরের জেলা নওগাঁ থেকে। ছোট-বড় প্রায় ১২শ চালকল ছিলো এই জেলায়। নওগাঁয় একসময় চালু থাকা প্রায় ১২শ রাইসমিলের মধ্যে, ৮শটিরও বেশি উৎপাদন বন্ধ করে দিয়েছে। নওগাঁর শিউলি চালকলের মালিক আব্দুর রাজ্জাক বলেন, ২০০৫ সালে ব্যবসা শুরু করলেও বছর তিনেক আগে বন্ধ করে দেন তার চালকলটি।
কারণ হিসেবে বলছেন, সেভাবে ব্যবসা না থাকায় তার মাথায় এখন পাহাড় সমান ঋণ। আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় আব্দুর রাজ্জাকের মতো জেলার প্রায় ৭০ ভাগ মিল মালিক তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। ব্যবসার এমন দুর্দিনের জন্য বাইরে থেকে চাল আমদানি ও উচ্চ হারে ব্যাংক সুদকে দুষছেন চালকল নেতারা। সমাধানে সরকারের সুষ্ঠু পরিকল্পনার দাবি জানিয়েছেন তারা। অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তা বলছেন, ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যবসার পরিধি যাচাই করা প্রয়োজন। এদিকে, চালকল বন্ধ হওয়ায় কাজ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন চাতাল শ্রমিকরা।
কৃপ্র/ কে আহমেদ/এম ইসলাম