কৃষি প্রতিক্ষণ কুষ্টিয়াঃ কুষ্টিয়া সদর উপজেলার কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডী দাস কুন্ডু । গত সোমবার সকাল থেকে তিনি সদর উপজেলার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। যেমন ২য় শস্য বহুমূখীকরণ প্রকল্পের সহায়তায় স্থাপিত হরিনারায়নপুর ইউনিয়নের লিচু বাগান, বিত্তিপাড়া ও বাড়াদী ব্লকে কৃষকদের সাথে নিয়ে তাল-খেজুরের চারা রোপন, উজানগ্রাম ইউনিয়নের কৃষক রেজওয়ানের মাল্টা বাগান পরিদর্শন, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় স্থাপিত কৃষক হারুন অর রশিদের গ্রীষ্মকালীন টমেটো প্লট পরিদর্শন, বটতৈল ইউনিয়নের বরিয়া ব্লকের নাসিমা আপার ভার্মি কম্পোস্ট প্লান্ট, কাচকলা গ্রাম, সজিনা গ্রাম, আম বাগান, সর্বোপরি কুষ্টিয়া সদর উপজেলার মাঠ ফসলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শন।
তিনি ২য় শস্য বহুমূখীকরণ প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিকেলে তিনি এসএএও দের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। কৃষিবিদ চন্ডী দাস কুন্ডু কুষ্টিয়া সদর উপজেলার কৃষি উন্নয়নের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
কৃপ্র/ এম ইসলাম