কৃষি প্রতিক্ষণ ডেস্ক : ব্যাঙ রপ্তানির পাশাপাশি ইঁদুর প্রক্রিয়াজাত করে রপ্তানি করা সম্ভব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় উৎপাদন বেড়েছে । বাংলাদেশ তাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ । একারনে আমরা চাল রপ্তানি করতে পারছি । বুধবার সকালে রাজধানীর খামারবাড়ি’র মিলকি অডিটরিয়ামে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ সব কথা বলেন ।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষকদের জন্য সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। এর ফলে আজ আমরা চাল রপ্তানি করতে পারছি। বর্তমানে বিশ্বের চতুর্থ চাল উৎপাদনকারী দেশ বাংলাদেশ।
ব্যাঙের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আমরা ইঁদুরও রপ্তানি করতে পারবো বলেও মন্তব্য করেন তিনি।
কৃপ্র/ এম ইসলাম/ কে আহমেদ