কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বানারীপাড়ার সীমান্তবর্তী উজিরপুরের হারতায় সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে হিন্দু সম্প্রদায়ের কোঁজগরী লক্ষীপূজা উপলক্ষে চিরাচরিত নিয়ম অনুযায়ী শনিবার বিকালে ঐতিহ্যবাহী ১৫৫তম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর লক্ষী পূজা উপলক্ষে আবহমান বাংলার ঐতিহ্য লালণ করে মনোমুগ্ধকর এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আকর্ষনীয় নৌকাবাইচ দেখতে বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, নাজিরপুর, কোটালিপাড়া ও স্বরূপকাঠিসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো নারী-পুরুষের সম্মিলন ঘটে। বরিশাল অঞ্চলের বৃহত্তম এ নৌকা বাইচে মাদারীপুর, ফরিদপুর থেকে আটটি সু-সজ্জিত নৌকা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় মাদারীপুর রাজৈর উপজেলার সুকুমার বাইনের দল ১ম স্থান, মাদারীপুরের রুহিদাস এর দল ২য় স্থান ও মাদারীপুরের বিশ্বনাথ বৈদ্যের দল ৩য় স্থান অধিকার করেন।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেছেন। হারতায় নদীর দুই পাড়ে হাজারো ট্রলার নৌকা নিয়ে প্রায় লক্ষাধিক মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছেন। বাইচ প্রতিযোগিতা শেষে নদীর দক্ষিণ পাড়ে হারতা ইউপি চেয়ারম্যান ডাক্তার হরেন রায়ের সভাপতিত্বে ও মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আবদুল্লাহ, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র মো. হারিচুর রহমান, উজিরপুরের পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস, এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আ. মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম, উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত রহমান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল আহসান ও সমাজসেবী জেসমিন ফারুক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী, সম্পাদক জালিজ মাহামুদ শাওন প্রমুখ। প্রসঙ্গত, নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সহ অংশগ্রহনকারী সকল প্রতিযোগী দলকে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের পক্ষ থেকে পুরুস্কৃত করা হয়।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম