কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে তিন দিনের সফরে এখন ঢাকায় ঢাকায় অবস্থান করছেন। আগামীকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) তিনি বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামে যাবেন। প্রথমবারের মত বাংলাদেশ সফরে রোববার বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব দারিদ্রমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মঙ্গলবার সকালে যাবেন বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামে। সেখানে তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ভরসাকঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম সাইক্লোন সেন্টারটি সরেজমিন ঘুরে দেখবেন।
এছাড়া বরিশালের রাকুদিয়ায় বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এর আওতায় নতুন জীবন প্রকল্পের দরিদ্র এবং অতিদরিদ্র নারীদের নিয়ে গঠিত গ্রাম সমিতির শাখা অফিসে উন্নয়ন নিয়ে নারী সদস্যদের সাথে কথা বলবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। পরে নারীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এরপর সকাল ১০টায় উজিরপুর উপজেলার ভরসাকাঠি সাইক্লোন শেল্টার পরিদর্শনে যাবেন তিনি।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এর আগমন উপলক্ষে উজিরপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার বিকালে তার আগমনস্থলের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্থানটি পরিদর্শন করেন বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান ও উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার।
কৃপ্র/ এম ইসলাম