কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ খুলনায় ভ্রাম্যমাণ আদালত দুটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে নগরীর লবণচরা এলাকায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জানান, নগরীর লবণচরা এলাকার তুষারের মালিকানাধীন রূহিনী এন্টারপ্রাইজ নামক একটি কারখানায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পলিথিন উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু পলিথিন জব্দ করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পার্শ্ববর্তী ফাস্টট্রেড নামে আরেক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ প্রতিষ্ঠানের মালিককেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম