কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ শরীয়তপুর জেলায় মা ইলিশ রক্ষা অভিযানে গত ১০ দিনে ১৩২ জেলের কারাদণ্ড -, ৭ লাখ ১৭ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস,দেড় মেট্রিক টন ইলিশ জব্দ ও ৮টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
১২ অক্টোবর থেকে দেশব্যাপী মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, নড়িয়া, জাজিরা ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও র্যাবের অভিযানে উল্লিখিত জেলেকে দ-, কারেন্ট জাল ধ্বংস এবং ইলিশ ও ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এসময় জেলায় ১শ’টি অভিযান পরিচালিত হয়।
৬৩টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ৭৫ জন জেলেকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত মা ইলিশ বিভিন্ন উপজেলার এতিম খানায় বিতরণ করা হয়েছে। এছাড়া জব্দকৃত ইঞ্জিন চালিত নৌকাগুলো পরে নিলামের মাধ্যমে বিক্রি কসুত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম রা হবে বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, গত ১২ অক্টোবর থেকে ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় মা ইলিশ রক্ষার্থে ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ রক্ষার এ অভিযান চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। সে অনুযায়ী আমরা জেলার পদ্মা ও মেঘনা নদীর ইলিশ প্রজনন এলাকায় মৎস্য বিভাগ, স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও র্যাবের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে আসছি। আমাদের কঠোর অবস্থানের ফলে এখন আগের চেয়ে মা ইলিশ শিকার প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে আগামীতে অনেক বেশী ইলিশের উৎপাদন হবে।
সুত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম