কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে গোপালগঞ্জের মধুমতি নদীতে ইলিশ নিধন চলছে। জেলার সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের ধলইতলা, ডুবসি,চরঘাঘা, ইছাখালি গ্রামে নদীতে মা ইলিশ ধরা হচ্ছে।
প্রতিদিন অন্তত ৫০টি ছোট ছোট নৌকায় কারেন্ট জাল দিয়ে স্থানীয় প্রভাবশালীরা ইলিশ শিকার করছেন। নদীর ওপারে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গ্রামগুলোর প্রভাবশালীরাও পাল্লা দিয়ে ইলিশ মাছ শিকার করছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার ডুবসি গ্রামের লাহু গাজী বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখা হয়েছে। কিন্তু গোপালগঞ্জ ও লোহাগড়ার প্রভাবশালীরা মিলেমিশে প্রতিদিন ছোট ছোট অন্তত ৫০টি নৌকায় কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছে। প্রতিটি নৌকা ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত ডিমওয়ালা ইলিশ মাছ ধরে গোপনে বিক্রি করে দিচ্ছে। লোহাগড়া পুলিশ এ ব্যাপারে কয়েক বার অভিযান চালিয়েছে। কিন্তু এতে কোন কাজ হয়নি।
জালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এম.সুপারুল আলম টিকে বলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চর ধলইতলা ও চরঘাঘা গ্রামের লোকজন ইলিশ মাছ ধরছে। এ মৌসুমে আমার ইউনিয়নের জেলেরা নদীতে নামছে না।
গোপালগঞ্জ সদর উপজেলা মত্স্য কর্মকর্তা মহসীন উদ্দিন বলেন, আমরা ইলিশ বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় মনিটরিং করে বন্ধ করে দিয়েছি। নদীতে ইলিশ শিকার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম