কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গাছে টাকা ধরেছে ! অবাক হচ্ছেন ? বিশ্বাস হচ্ছে না ? তাহলে স্বচক্ষে দেখার জন্য চলে আসুন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের ইসমাইলের মাল্টা বাগানে । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান “২য় শষ্য বহুমূখীকরণ প্রকল্প (SCDP)” এর আওতায় ২০১৩ সালের জুন মাসে লাগানো এক একটি মাল্টা চারা এখন এক একটি টাকার গাছ !জ
১০ কাঠা জমিতে লাগানো ৫০ টি বারি মাল্টা-১ জাতের গাছগুলো মাত্র দু’বছর বয়স থেকেই মাল্টা ধরা শুরু হয়েছে । গত বছর শুধু মাল্টা বিক্রি হয়েছিল ১,২৫,০০০ টাকার মত । এবছর প্রতিটি গাছে গড়ে ১৮০-২০০ টি মাল্টা ধরেছে । ফলের আকার, স্বাদ ও রং আকর্ষনীয় হওয়ায় প্রতি পিচ মাল্টা বাগান থেকেই ৩০ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে । সেই হিসাবে ১০ কাঠা জমির শুধু মাল্টা বিক্রি করেই কমপক্ষে আড়াই লাখ টাকা আয় হবে কৃষক ইসমাইলের । এছাড়া চারা বিক্রি তো আছেই।
কৃষি অফিসের নিবিড় তত্ত্বাবধান আর নিয়মিত পরামর্শ পেয়ে সফল চাষী ইসমাইলের কৃতজ্ঞতার শেষ নেই । এবছর সে আরো ১০ বিঘা জমিতে মাল্টার চারা লাগিয়েছে । মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাঃ মোফাকখারুল ইসলাম বলেন, আমাদের কৃষি অফিস সব সময় তাঁর মত উদ্যোমী কৃষকের পাশে আছে কারন কৃষক ভাইয়ের মুখের হাসিই আমাদের আত্মতৃপ্তির খোরাক।
কৃপ্র/ এম ইসলাম