কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ জলবায়ু তহবিল সংগ্রহ এবং সে তহবিল ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে সিলেটে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট।
মানববন্ধনে আগামী ৭ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ-২২ মারাকেশ, মরক্কো সম্মেলনকে সামনে রেখে টিআইবি’র দাবিসমূহ উপস্থাপন করা হয়। দাবিসমূহ তুলে ধরেন সনাক সিলেটের ইয়েস গ্রুপের সদস্য সৌরভ দেবনাথ।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সনাক সদস্য ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেটের সাবেক সভাপতি রামেন্দ্র কুমার বড়–য়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সিলেটের উপদেষ্টা নুরুন নাহার বেবী, টিআইবি সিলেটের এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহা গণমাধ্যম কর্মী এবং সনাক এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোন প্রকার ঋণ নয়, যে সকল দেশের কারণে বাংলাদেশের মতো স্বল্প-উন্নত দেশসমূহ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে তাদেরকে এ ক্ষতি মোকাবেলায় অনুদান দিতে হবে।
সুত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম