কৃষি প্রতিখন ডেস্কঃ পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের ৪টি কারখানাকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। আজ সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার নারায়ণগঞ্জ, নরসিংদী, বগুড়া এবং মুন্সীগঞ্জে অবস্থিত ৪টি কারখানাকে এই জরিমানা করে।
এই কারখানাগুলি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমণ করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করছে। কারখানাগুলো সরেজমিন পরিদর্শনকালে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যতীত কারখানা পরিচালনার মাধ্যমে তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করছে। এছাড়া ইটিপি বন্ধ রেখে কারখানা সৃষ্ট তরল বর্জ্য বাইপাস ড্রেনের মাধ্যমে পার্শ্ববর্তী খালে নির্গমণ করায় তাদের এই জরিমানা করা হয়।
সুত্রঃ বাসস / কৃপ্র/ এম ইসলাম