কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পরিশ্রম ও সততা থাকলে যে কোন বিষয়েই সফলতা সম্ভব। তার উজ্জল দৃষ্টান্ত সফল নারী উদ্যোক্তা আইনুন্নাহার। মাটির ব্যাংকে জমানো মাত্র ২ হাজার টাকা পুঁজি নিয়ে ও স্বামী খন্দকার ফারুকের অনুপ্রেরণা নিয়ে ২০০৩ সালে আইনুন্নাহার যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সেলাই প্রশিক্ষণ নেন। জমানো ২ হাজার টাকা ও যুব উন্নয়ন অধিদপ্তরের দেয়া একটি সেলাই মেশিন দিয়েই শুরু করেন সেলাই কাজ। তিনি এখন নারী সমাজের সফল নারী উদ্যাক্তার মডেলে পরিনত হয়েছেন।
সফলতার স্বীকৃতি হিসেবে জাতীয় যুব পুরস্কার-২০১৬ সফল আত্মকর্মী-(নারী কোটায়) যুব পুরস্কার পেয়েছেন আইনুন্নাহার। ঢাকার ওসমানী মিলনায়তনে ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা পদক গ্রহন করেন তিনি। সেই সাথে তাকে দেয়া হয় ৪০ হাজার টাকার প্রাইজবন্ড।
তিনি ২০১০ ও ২০১৫ সালে সফল উদ্যোক্তা হিসেবে যুব উন্নয়ন থেকে পুরস্কার ও সম্মাননা, ২০১৩ সালে ময়মনসিংহ সদর উপজেলা, ময়মনসিংহ জেলা ও ঢাকা বিভাগীয় পর্যায়ে ‘জয়িতা’ পুরস্কার লাভ করেন।
এছাড়া স্থানীয় পর্যায়ে তিনি উদ্যোক্তা হিসেবে পেয়েছেন বেশ কিছু পুরস্কারের স্বীকৃতি। নারীদের দক্ষ কর্মী ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন নারী উন্নয়ন ফোরাম। এর মাধ্যমে নারী অধিকার বিষয়ে নারীদের সচেতন করতে কার্যক্রম শুরু করেছেন।
সুত্রঃ কৃপ্র/ এম ইসলাম