কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ টানা দু’দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে অন্তত ৫০০ হেক্টর জমির উঠতি আমন ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় টানা বৃষ্টিতে আঁধাপাকা আমন ধানের ক্ষতির খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার, রহিমপুর ইউনিয়ন ও কমলগঞ্জ পৌর এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে বন্যাকবলিত হয়ে পড়েছে সাতটি গ্রাম। তলিয়ে গেছে কৃষকের প্রায় ৫০০ হেক্টর আঁধাপাকা আমন ধান।
কমলগঞ্জ পৌরসভা এলাকার একটি বসতঘর নদী গর্ভে হারিয়ে গেছে। ঝুঁকিতে আছে আরও ১৪টি বসতঘর। ঝুঁকিপূর্ণ বাঁধ ও বন্যা কবলিত গ্রামগুলো পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহদুুদল হক, পৌর মেয়র জুয়েল আহমেদ, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ প্রশাসনের লোকজন।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দিন বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে ৫০০ হেক্টর জমির আমন ফসল তলিয়ে গেছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল জানান, ধলাই নদে প্রতিরক্ষা বাঁধের দু’টি স্থানে ভাঙনের কারনে ফসলি জমি তলিয়ে গেছে। উপজেলা প্রশাসন বন্যার বিষয়টি সার্বক্ষনিক নজরদারি করছে।
সুত্রঃ bd-pratidin.com / কৃপ্র/ এম ইসলাম