কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কৃষকদের জীবনযাপনের মানোন্নয়নে ব্যাংকিং সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার করেছে রাকাব। ব্যাংকটি কৃষিভিত্তিক অর্থনীতির এই অঞ্চলকে আরো বেগবান করতে পরিমাণগত বিনিয়োগের অধীনে বিদ্যমান কৃষি সম্ভাবনাময় সেক্টর ও সাব-সেক্টরকে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রাকাব এর চেয়ারম্যান আবদুল হান্নানের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ব্যাংকের ৪৪৬ তম সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদ এর সদস্যরা একথা বলেন। রাকাব, রাজশাহী সদর দফতর রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলায় উন্নয়ন অংশীদার হিসেবে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। সভায় কৃষি উৎপাদন বাড়ানোর জন্য ব্যাংকের প্রশাসনিক ও প্রয়োগ সংক্রান্ত কার্যক্রমের জবাবদিহিতা ও স্বচ্ছতার পাশাপাশি কৃষকবান্ধব হওয়া উচিত বলে উল্লেখ করা হয়।
সভায় কৃষকদের টেকসই জীবিকা উন্নয়ন ও কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করতে প্রয়োজনীয় ঋণ প্রবাহ বাড়ানোর আহ্বান জানানো হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. আউয়াল খান ও পরিচালক সাইফুদ্দীন আহমেদ, কাজী হাসান আহমেদ, ফজলুর রহমান, ড. স্বপন কুমার পাল, মনিরুজ্জামান, অধ্যাপক ড. রুস্তম আলী আহমেদ ও শাহ আলম উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা প্রয়োগ ও প্রশাসনিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম