কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে কৃষি খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রিপার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সৈয়দপুর ইউনিয়নে পৃথক দুটি স্থানে যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান কর্তন করা হয়।
এসময় কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষিবিদ আরশেদ আলী, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার জাহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়র হেসেন, উপ-সহকারি কৃষি অফিসার মোঃ আলী জিন্নাহ্, আহসান হাবীব, কৃষক পরিমল ও শহিদুল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কৃপ্র/ এম ইসলাম