কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নবান্ন উৎসব বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। আবহমান কাল ধরে গ্রাম-বাংলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে নবান্ন উৎসব পালিত হয়ে আসছে। এবার স্থানীয় জেলা প্রশাসন আগামী মঙ্গলবার সরকারি ভাবে নবান্ন উৎসব উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে নবান্ন উৎসব উদযাপনে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল ৭ টায় বাঙালির আবেগস্পর্শী বাঁশের বাঁশি এবং ঢোল বাজিয়ে নবান্ন উৎসবের সূচনা, নবান্নের স্মৃতিচারণ এবং হেমন্তের ঋতুভিত্তিক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা, বণার্ঢ্য নবান্ন শোভাযাত্রা, ধানকাটা উৎসব, নবান্ন উৎসবভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন ধানের খির ও খই পরিবেশন, শিশুদের যেমন খুশি তেমন সাজো, হাঁড়ি ভাঙ্গা, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, ঘুরি বানানো প্রতিযোগিতা সহ দিন ব্যাপী নবান্ন মেলা। শিল্পকলা একাডেমি, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শিশু একাডেমি সহ অন্যান্য সংগঠনের শিল্পীরা এসব কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। নবান্ন উৎসব সফল করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: আব্দুর রহিম সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সরকারি-বে সরকারি সংস্থার কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সুত্রঃ বাসস / কৃপ্র/ এম ইসলাম