কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ভারতীয় সীমান্তবর্তী জামালপুর জেলার বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামে বন্য হাতির আতঙ্ক বেড়েই চলছে। হাতির ভয়ে ঘরে থাকতে পারছে না যদুরচর গ্রামের প্রায় ৩ হাজার মানুষ। বন্য হাতির ভয়ে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে শীত মৌসুমে। গত ক’দিন যাবত ভারত সীমানা পেরিয়ে প্রতি রাতে আসছে বন্য হাতির দল। ফসলের ক্ষেত খেয়ে অবশেষে হানা দিচ্ছে বসবাস গৃহে। সীমান্তবর্তী বকশীগঞ্জ কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের বাসিন্দারা অনেকেই হাতির ভয়ে আধাপাকা ধান কেটে নিতে বাধ্য হচ্ছে।
মাঠে ধান না পেলে হাতিগুলো ঘরে সংরক্ষিত ধানে হানা দিয়ে খেয়ে যায়। এসময় বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটছে। সিমেন্ট পাথর ও রড দিয়ে তৈরি ঘরের মজবুত খামও ভেঙ্গে ফেলছে হাতির দল। কখনো পানির টিউবওয়েল উপড়ে ফেলছে হাতিগুলো। উপজেলার সীমান্তবর্তী যদুরচর গ্রামের প্রায় প্রতিটি বাড়ির চিত্র একই ধরনের। হাতিগুলোকে প্রতিহত করতে গেলে নিশ্চিত মৃত্যু, অন্যথায় সম্বল হারিয়ে পরিবার নিয়ে থাকতে হয় অনাহারে অর্ধাহারে। হাতির সাথে মানুষের লড়াই যেন জীবন বাঁচানোর যুদ্ধ।
সূত্রে জানা গেছে, গত ৪৬ বছরে হাতির আক্রমণে প্রাণ দিতে হয়েছে প্রায় ৩ শতাধিক মানুষকে। ৫ শতাধিক ঘরবাড়ি, হাজারও গাছগাছরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখানে স্থানীয় প্রশাসনের করার কিছু নেই। তাই জীবন রক্ষার্থে নিরাপদ দূরত্ব বজায় রাখা ছাড়া কোন উপায় নেই বলে জানান তিনি।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/ এম ইসলাম