কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ জয়পুরহাট বাসস : সবজি চাষে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে এখন বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। ফলে দিন দিন বিষমুক্ত সবজি চাষ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জেলায় এবার ৫শ’ হেক্টর জমিতে বিষমুক্ত বিভিন্ন সবজির চাষ হয়েছে। যা গত বছর ছিল ৩শ’ হেক্টর। বেসরকারি সংস্থাগুলোও বিষমুক্ত সবজি চাষে কৃষকদের সহযোগিতা করছেন।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচীর আওতায় কৃষকদের বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করেছেন। সেই আলোকে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’ ১৬২ একর জমিতে বিষমুক্ত সবজি চাষে কৃষকদের সহযোগিতা করেছে। পোকা দমনে বিষের বদলে ব্যবহার করা হয়েছে ফেরোমন ফাঁদ। সদর উপজেলার ভানাইকুশলিয়া গ্রামের ফজলুর রহমান ৬৬ শতক, মজনুর রহমান ৪৩ শতক ও তারাজুল ইসলাম ৩৩ শতক জমিতে বিষমুক্ত সবজি হিসাবে বেগুনের চাষ করেছেন। বাজারে বিষমুক্ত সবজির চাহিদা বেশি বলে জানান কৃষকরা।
বিষমুক্ত বিভিন্ন সবজি চাষে কৃষকদের সহযোগিতা করার কথা জানান জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন। জেলার কৃষকদের মধ্যে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে জানান জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আবু হোসেন।
সুত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম