কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের জাতীয় নদী কনভেনশন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, যে কোন মূল্যে দেশের নদ-নদী, খাল-বিল, হাওর-বাওর ও জলাশয়গুলোকে বাঁচাতে হবে। নদী দখল ও দূষণ রোধ করতে হবে। নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে নদী বাঁচলে দেশ বাঁচবে। দেশের মানুষ বাঁচবে। তারা বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর নব্যতা ফিরিয়ে এনে এগুলোকে স্থায়ী ভাবে সংরক্ষণসহ সরকারের প্রতি ১৭ দফা দাবি তুলে ধরেন।
নদ-নদী রক্ষায় সুষ্ঠু ব্যবস্থাপনা, সাধারণ মানুষের প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জসমূহকে সামনে রেখে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে জীবনের জন্য নদী, নদীর জন্য আমরা শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয় জাতীয় নদী কনভেনশন-২০১৬। উক্ত কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি সি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উক্ত কনভেনশন উদ্বোধন করে বলেন, নদী আমাদের মা, নদীকে বাঁচাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে, সরকারকে নদী রক্ষায় আরো জোড়ালো পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, নদী বাঁচানো আন্দোলনকে আরো শক্তিশালী ও বেগবান করতে হবে। মনে রাখতে হবে , নদী না বাঁচলে মানুষ বাঁচবেনা। তিনি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি নদীর দখল ও দূষণ রোধে সরকারকে আরো কঠোর হবার আহ্বান জানান।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম বলেন, নদী রক্ষা আন্দোলনকারীদের কারণে নদী দখল, দূষণের বিষয়ে অনেক বেশি সচেতনতা সৃষ্টি হয়েছে। তিনি ভবিষ্যতে ও আন্দোলনকারীদের জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহ্বান জানান।
কনভেনশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার অপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজা খাতুন, নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ডুয়েটের প্রফেসর ড. মো. শওকত ওসমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও হালদা নদী বিশেজ্ঞ ড. মোহাম্মদ আলী আজাদী, জল ও পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান ও বিশিষ্ট পানি প্রকৌশলী ইনামুল হক প্রমুখ। কনভেনশনে সরকারের কাছে নদী রক্ষায় করণীয় বিষয়ক ১৭ দফা প্রস্তাবনা পেশ করা হয়।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/ এম ইসলাম