কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বৃহত্তর সিলেটের নদ-নদীর তলদেশ ও উৎস মুখ ভরাট হয়ে যাওয়ায় নানা স্থানে সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জের বৌলাই নদীতে শতাধিক নৌযান আটকা পড়ে আছে গত এক সপ্তাহ যাবত। তাহিরপুর থেকে বালি, পাথর, কয়লা ও চুনাপাথর নিয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে পরিবহন করে থাকে নৌযানগুলো। কিন্তু মালামাল ভর্তি করে ফিরে যাওয়ার পথে নদীর পানি দ্রুত নেমে পড়ায় নৌযানগুলো আটকা পড়ে। কেউ কেউ হাজার টাকা খরচ করে নদীর তলদেশের পলি মাঠি সরিয়ে চ্যানেল তৈরি করে আটকা পড়া নৌযানগুলো সরিয়ে নিচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী জানান, বৌলাই নদীর জামালগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর অংশে প্রায় তিন কিলোমিটার এলাকায় নদীর তলদেশ ভরাট স্থানে আটকে পড়া নৌকার শ্রমিক ও মালিকরা বিপাকে পড়েছেন। বৌলাই পার হয়ে সুরমা নদী দিয়ে দেশের বিভিন্ন এলাকায় এ সব মালবাহী নৌযানের গন্তব্য। পলিভরাট বৌলাই থেকে সুরমা নদীর দূরত্ব দুই থেকে তিন কিলোমিটার। তারা জানায় সুরমা নদীতে ঢুকতে পারলেই নৌযানগুলো গন্তব্যে যেতে পারবে। সুনামগঞ্জে বিআইডব্লিউটিসির কোন অফিস না থাকায় নৌযানের মালিক শ্রমিকরা এখন পানি উন্নয়ন বোর্ডের উপর ভরসা করে বসে আছেন।
উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা সহ ৩০ টি নদী এবং মৌলভীবাজারের মনু, ধলাই এবং হবিগঞ্জের খোয়াই নদী সহ ২৩টি নদীই বিপন্ন হয়ে পড়েছে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম