কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাঠে পথে প্রান্তরে সারি সারি আম গাছ । সড়কের দুই ধার যতদূর চোখ যায় শুধু আম গাছ। বাগানগুলো বিস্তৃত মাইলের পর মাইল। মাঝে মাঝে চোখে পড়ে তৈরি হচ্ছে নতুন নতুন আমের বাগান। যা ছিলো গত বছর ধানের ক্ষেত, পাটের ক্ষেত তা এখন এ বছর আমের বাগান। আবার যেখানে পাটের চাষ হয়েছে সেখানেই সারি বেঁধে পড়েছে আমের চারা। সেগুলো বড় হচ্ছে। আর এক দুই বছর গেলে এই মাঝে আর ধান পাট চাষও হবে না। পুরোটাই হয়ে উঠবে আমের বাগান। এভাবেই বাড়ছে আমবাগানের পরিধি।
চাঁপাই থেকে শিবগঞ্জ-কানসাট হয়ে সোনা মসজিদ কিংবা ভোলাহাট যে পথেই যান না কেনো দেখা যাবে অনেক নতুন নতুন জমিতে আমের চাষ বাড়ছে। শিবগঞ্জের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, চাপাই নবাবগঞ্জে বর্তমানে ১৪ হাজার হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। আর প্রতি বছরই দুই থেকে তিন হেক্টর নতুন জমিতে আমের চাষ বাড়ছে।
আমবাগানের কয়েকজন মালিক জানান তাদের পারিবারিক ঐতিহ্য এই আমচাষ। পৈত্রিক সূত্রে তারা আম বাগানের মালিক।বাগান ছাড়াও গৃহস্থ পরিবারের বাড়ির আঙিনাসহ আনাচে কানাচে, এখানে সেখানেও রয়েছে আমের গাছ। এসব গাছেও ফলছে নানা জাতের প্রচুর আম। যা তারা পরিবারের চাহিদা পূরণের পরেও বিক্রি করতে পারছেন। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে চাঁপাইয়ে আম চাষেই বেশি উৎসাহিত করা হয়।
কৃপ্র/ এম ইসলাম