বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান: টমেটোর আগাম ধ্বসা রোগ অলটারনারিয়া সোলানী নামক ছত্রাকের আক্রমনে হয়ে থাকে।
রোগের বিস্তার: ফসলের পরিত্যক্ত অংশ, বিকল্প পোষক ও বীজে এ জীবানু বেঁচে থাকে। উচ্চ তাপমাত্রা (২৪-২৮০ সেঃ) ও বেশী আর্দ্রতা (৮০% এর উপরে) এ রোগ ঘটানোর জন্য সহায়ক। বৃষ্টির ঝাপটা ও বাতাসের মাধ্যমে এ রোগ সুস্থ্য গাছে ছড়িয়ে পড়ে। আলু, মরিচ এ রোগের বিকল্প পোষক হতে পারে।
রোগের লক্ষন: গাছের পাতা, কান্ড এমনকি ফলও আক্রান্ত হতে পারে। সাধারনতঃ নীচের বয়স্ক পাতায় এ রোগের লক্ষন প্রথম দেখা যায়, পরবর্তীতে ক্রমান্বয়ে উপরের পাতা আক্রান্ত হয়। আক্রান্ত পাতার উপর কাল কিংবা হালকা বাদামী রং-এর বৃত্তাকার দাগ পড়ে। অনেকগুলো দাগ একত্রে মিশে পাতার অনেক অংশ নষ্ট করে ফেলে এবং পাতা হলদে বা বাদামী রং হয়ে মাটিতে ঝরে পড়ে।কাণ্ডে ছোট ছোট, গোলাকার বা লম্বা এবং ডুবা ধরনের দাগ পড়ে। পুষ্প মঞ্জুরীর বোটা আক্রান্ত হলে ফুল ও অপ্রাপ্ত ফল ঝরে পড়ে। বয়স্ক ফলেও বৃত্তাকার দাগের সৃষ্টি হয় এবং ফলটিকে নষ্ট করে ফেলে।
প্রতিকার
১) রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে।
২) প্রোভেক্স-২০০ বা ব্যভিষ্টিন (প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম) দ্বারা শোধন করে বীজ বপন করতে হবে।
৩) সময়মত সুষম সার ব্যবহার ও প্রয়োজন মত পানি সেচ করতে হবে।
৪) গাছের পরিত্যক্ত অংশ ও আগাছা একত্রিত করে ধ্বংস করে ফেলতে হবে।
৫) পাতায় ২/১ টি দাগ দেখা দেয়ার সাথে সাথে রোভরাল প্রতি লিটার পানিতে ২ গ্রাম হিসাবে মিশিয়ে ৭-১০ দিন পর পর স্প্রে করতে হবে।
বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান , উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব), মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া।
কৃপ্র/এম ইসলাম