বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান: টমেটোর ফিউজারিয়াম বা ঢলে পড়া রোগ এ রোগের ফিউজারিয়াম অক্সিস্পোরাম এফ. এসপি. লাইকোপারসিসি নামক ছত্রাকের আক্রমনে হয়ে থাকে।
রোগের লক্ষনঃ চারা গাছের বয়স্ক পাতাগুলো নীচের দিকে বেঁকে যায় ও ঢলে পড়ে। ধীরে ধীরে সমস্ত গাছই নেতিয়ে পড়ে ও মরে যায়। গাছের কান্ডে ও শিকড়ে বাদামী দাগ পড়ে। গাছে প্রথমে কান্ডের এক পাশের শাখার পাতাগওলো হলদে হয়ে আসে এবং পরে অন্যান্য অংশ হলুদ হয়ে যায়। রোগ বৃদ্ধি পেলে সমস্ত পাতাই হলুদ হয়ে যায় এবং অবশেষে সম্পূর্ন শাখাটি মরে যায়। এই ভাবে সমস্ত গাছটাই ধীরে ধীরে মরে যায়।
প্রতিকার
১) সম্ভব হলে ফরমালিন দ্বারা মাটি শোধন করতে হবে।
২) নীরোগ বীজতলার চারা লাগাতে হবে।
৩) আক্রান্ত গাছ ধ্বংস করতে হবে।
৪) জমিতে চুন প্রয়োগ করতে হবে।
৫) জমিতে উপযুক্ত পরিমানে পটাশ সার প্রয়োগ করলে রোগ অনেক কম হয়।
৬) শিকড় গিট কৃমি দমন করতে হবে কারণ ইহারা ছত্রাকের অনুপ্রবেশে সাহায্য করে।
৭) রোগের আক্রমন দেখা দিলে ব্যভিষ্টিন প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা কিউপ্রাভিট প্রতি লিটার পানিতে ৪ গ্রাম হিসাবে মিশিয়ে চারার গোড়ায় স্প্রে করতে হবে।
বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান ,উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) ,মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া।
কৃপ্র/ এম ইসলাম