বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান: টমেটোর পাতা কুকড়ানো রোগ ভাইরাস এর আক্রমনে হয়ে থাকে। এ রোগের বিস্তার হয় সাদা মাছি নামক পোকার আক্রমনে এ রোগ অসুস্থ গাছ হতে সুস্থ গাছে সংক্রমিত হয়।
রোগের লক্ষন: গাছ খর্বাকৃতির হয়ে যায়। পাতার গায়ে ঢেউয়ের মত ভাঁজ সৃষ্টি হয় ও পাতা ভীষন ভাবে কুকড়িয়ে যায়। বয়স্ক কোকড়ানো পাতা পুরু ও মচমচে হয়ে যায়। আক্রমনের মাত্রা বাড়ার সাথে সাথে পাতা মরে যায়। গাছে অতিরিক্ত শাখা হয় ও গাছ সম্পূর্নবুপে ফুল, ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে।
প্রতিকার:
২) রোগাক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করতে হবে।
৩) রোগাক্রান্ত চারা কোন অবস্থাতেই লাগানো যাবে না।
৪) সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংগ্রহ করতে হবে।
৫) গাউচু নামক কীটনাশক (৫ গ্রাম/কেজি বীজ) দ্বারা বীজ শোধন করতে হবে।
৬) পোকা দমনের জন্য এডমায়ার কীটনাশক ১ লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর স্প্রে করতে হবে।
বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই ,শিবগঞ্জ, বগুড়া।
কৃপ্র/এম ইসলাম