কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গাজীপুর জেলার শ্রীপুরের দরগার চালা গ্র্রাম । এ গ্রামের প্রত্যেকটি বাড়ির উঠোনে চলছে রোগমুক্তির দাওয়াই সংরক্ষণের কাজ। শুকানোর পর যাচাই বাছাই শেষে চলছে বস্তাবন্দীর কাজ। দেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট বড় বন জঙ্গল, বাড়ির আঙিনা, পরিত্যক্ত ক্ষেতের আইল আর পুকুর পাড়েই জন্মে মানুষের জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি দেওয়ার ভেষজ ঔষধির গাছ-গাছড়া, গুল্ম ও লতাপাতা।
এসব রোগমুক্তির দাওয়াই সংগ্রহ করে অনেক নারী-পুরুষ এখন স্বাবলম্বী হচ্ছেন। উপজেলার বরমী ইউনিয়নের দরগাচালা গ্রামের প্রায় ৩শ’ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে ইউনানী, হারবাল গাছ-গাছড়া সংগ্রহের কাজে। এ কাজ তাদের দিয়েছে অর্থ ও সম্মান। অনেকের কর্ম সৃষ্টি করে জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছে বনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অচেনা নাম না জানা অনেক ভেষজ গুণাবলীর বনজ গুল্ম লতা গাছ-গাছড়া। আশপাশের ২ সহস্রাধিক লোকের সরাসরি কর্মসংস্থানের সৃষ্টি করেছে এ বনজ ঔষধি গাছ-গাছড়া।