কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ এবার বিলুপ্তি প্রাণীর তালিকায় নাম এসেছে জিরাফের। আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা- আইইউসিএন এর তথ্য বলছে, গত ৩০ বছরে বিশ্বে মোট জিরাফের অর্ধেক কমে গেছে। এর পেছনে করা হয়েছে জিরাফের আবাসস্থল আফ্রিকায় জনসংখ্যা বৃদ্ধি, যুদ্ধ-বিগ্রহ ও চোরা শিকারিদের হামলা।বিশেষ করে কেনিয়ার উত্তরাঞ্চল, সোমালিয়া এবং সাউথ সুদান ও ইথিওপিয়ার সীমান্ত এলাকায় জিরাফের সংখ্যা কমে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ। হাতি ও গণ্ডারের বিলুপ্তি নিয়ে সবার কমবেশি উদ্বেগ থাকলেও জিরাফের দিকে কারো নজরই নেই।
আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা- আইইউসিএন জিরাফকে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণীর তালিকায় রেখেছে। সংস্থাটির হিসেবে, ৩০ বছর আগে ১৯৮৫ সালে সারা বিশ্বে জিরাফের সংখ্যা ছিল এক লাখ ৫৫ হাজারের মত, ২০১৫ সালে তা ৯৭ হাজারে নেমে এসেছে। পূর্ব আফ্রিকায় নুবিয়ান প্রজাতির জিরাফ ৯৫ শতাংশ কমে গেছে।সংস্থাটির রেড লিস্টে জিরাফের নয়টি উপ-প্রজাতির কথা জানানো হয়েছে। এর মধ্যে পাঁচ উপপ্রজাতির জিরাফের সংখ্যা কমেছে বলে জানায় আইইউসিএন। তবে, আশার কথা শুনিয়েছেন সংস্থাটির গবেষকরা। তাদের মতে, জিরাফের কোনো কোনো প্রজাতি টিকে থাকতে না পারলেও দীর্ঘমেয়াদে এ প্রাণীটির পুরোপুরি বিলুপ্তির ঝুঁকি কম।
কৃপ্র/ এম ইসলাম