কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাজশাহীতে পরিবেশ বিজ্ঞানী ও উন্নয়ন কর্মীরা এক যুব সম্মেলনে বলেছেন, জলবায়ু ও জীবন রক্ষায় প্রাকৃতিক সম্পদের টেকসই সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। নগর ও পল্লী অঞ্চলে জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক ব্যবহার করা প্রয়োজন বলেও তারা অভিমত ব্যক্ত করেন।তারা বলেন, সবুজ পরিবেশ ফিরিয়ে আনতে জলাভূমি ও পানি সম্পদসহ প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় এখনই এগিয়ে আসার সময় এসেছে।
আজ রাজশাহী মহানগর পাবলিক লাইব্রেরীর মুক্ত মঞ্চে র্যালি-উত্তর ‘পরিবেশ বান্ধব জ্বালানি ও যুব জলবায়ু সম্মেলন-২০১৬’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন। পরিবেশবাদী কার্তিক প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিজাম-উল আজিম প্রধান অতিথি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অভিজিৎ রায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
যুব সমাজকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সুরক্ষায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। ১৭টি যুব সংগঠনের সহায়তায় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নোলেজ (বারসিক) এই সম্মেলনের আয়োজন করে। নদী গবেষক মাহবুব সিদ্দিক ও যুব সংগঠক রুবেল হোসেন মিন্টুও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বারসিক’র গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহীদুল ইসলাম সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি শুধুমাত্র জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল না থেকে জ্বালানির চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
তিনি বিদ্যুতের সাশ্রয় ও বিদ্যুতের ওপর চাপ কমাতে ব্যাপকভাবে জ্বালানি-সাশ্রয়ী পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহারে বিচারবুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য সচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়া সৌরশক্তি ভিত্তিক সেচ কাজ করার বিষয়টি জরুরিভাবে বিবেচনা করা উচিত বলেও উল্লেখ করেন।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম