কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় কৃষি জমি কমে যাচ্ছে। কৃষি জমির বিরাট অংশ ইটভাটায় ব্যবহার হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভূমি অফিসের হিসাব মতে, উপজেলার বিভিন্ন স্থানে ৩২টি ইটভাটা রয়েছে। আর উপজেলা কৃষি বিভাগের মতে, উপজেলায় ৪৫টি ইট ভাটা রয়েছে। প্রতিটি ইটভাটা কৃষি জমির উপর স্থাপন করা হয়েছে। আর এসব ইটভাটায় ব্যবহার হচ্ছে কৃষি জমির উপরের ঊর্বর মাটি।
প্রায় ইট ভাটা কৃষি জমির উপর এবং বনাঞ্চল ও লোকালয়ের কাছে। ইটভাটা তৈরির কারণে জমি পুড়ে যাওয়া ও জমিতে ইটের কুচি থাকায় এ বছর উপজেলায় অনেক জমি চাষাবাদ হয়নি। ধানের জমিতে ইটভাটা করার কারণে ফলন কমে গেছে। গত ১০ বছরে প্রায় আড়াই হাজার একর জমি ইট ভাটাসহ বিভিন্নভাবে অকৃষিতে চলে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান জানান, লোহাগাড়ার মাটি ইটের জন্য অত্যন্ত টেকসই। তাই এখানে ইটভাটা গড়ে উঠেছে। তবে এখানে অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালিত হতে পারবে না। উপজেলায় যেহারে কৃষি জমি কমে যাচ্ছে তাতে ভবিষ্যতে পরিবেশ ও খাদ্য উত্পাদনে নেতিবাচক প্রভাব পড়বে। ইট ভাটা পরিবেশ বান্ধব করা না গেলে মানব স্বাস্থ্য হুমকিতে পড়বে।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম