কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ প্লাস্টিকের ব্যাগ বা পলিথিন ব্যবহার পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব আমাদের সবারই জানা আছে । প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ বাংলাদেশে। সম্প্রতি ভারতে তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব নতুন রকমের এক ব্যাগ। আর এটি তৈরি করেছে ভারতের এক তরুণ গবেষক আশ্বথ হেজে।শতভাগ অর্গানিক এই ব্যাগ তৈরির চিন্তাটা আশ্বথ হেজের মাথায় আসে বেশ কিছুদিন আগে। ভারতে তখন নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিকের ব্যাগ। কিন্তু বাজার টেনে নেওয়ার জন্যে অন্যসব ব্যাগগুলোও অনেক বেশি দামী। তাই সবার কথা ভেবে নতুন কোন রাস্তা খোঁজার চেষ্টা শুরু করেন ২৫ বছর বয়স্ক এই তরুণ। নতুন প্লাস্টিকের ব্যাগের সবচাইতে বড় গুণ হচ্ছে এটি ইচ্ছে করলেই ব্যবহার শেষে খাওয়া যাবে।
কাতারে ছিলেন তখন তিনি, সেখানেই চারবছর একনাগাড়ে এ বিষয়ে গবেষণা চালিয়ে যান আশ্বথ। নানারকম জিনিসপত্র দিয়ে পরীক্ষা চালানোর সময় একদিন অদ্ভুত এক ব্যাপার খেয়াল করেন তিনি। আলু, ট্যাপিওয়া. কর্ন, প্রাকৃতিক শর্করা, ভেজিটেবল অয়েল, কলা, ফুলের তেল- মোট বারোটি উপাদানের মিশেলে একদম পলিথিনের মতন দেখতে একটি জিনিস আবিষ্কার করেন যেটা কিনা একেবারেই পরিবেশের জন্য ক্ষতিকর নয়।
সেই থেকে শুরু। সাধারণ পলিথিনের ব্যাগের চাইতে খরচ ৩৫ শতাংশ বেশি লাগলেও পরিবেশ উপযোগী এই ব্যাগটি ইতিমধ্যেই হুলস্থুল ফেলে দিয়েছে পৃথিবীতে। ব্যাগটি তৈরি করতে সবগুলো উপাদানকে তরলে পরিণত করে তারপর মোট ছয়টি ধাপে কাজ শেষ করা হয়। এর বেশি এখনো মুখ খোলেননি আশ্বথ। বর্তমানে প্রতিমাসে প্রায় ১,০০০টি পলিথিন ব্যাগ তৈরি করছেন এই আবিষ্কারক এনভিগ্রীনের ব্যাঙ্গালোরের কারখানা থেকে। আরো একটু তৈরি হয়ে নিয়ে তারপর দেশের সমস্ত জনসাধারণের কাছে এই নতুন পলিথিন ব্যাগ পৌঁছে দেওয়ার ইচ্ছে আশ্বথের। নতুন এ ব্যাগ বাজারজাত করার আগে বেশ কয়েকবার পরীক্ষা চালিয়েছেন এর ওপর ভারতের বিভিন্ন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংগঠন ও সরকারী সংস্থা। তবে পরীক্ষায় কোনরকম সমস্যা খুঁজে পাননি তারা।
সুত্রঃ thebetterindia.com / কৃপ্র/ এম ইসলাম