কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে শেরপুরে। সবজী চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটেছে সীমান্তবর্তী কৃষকদের। শেরপুর সীমান্তের পাহাড়ি বিস্তীর্ণ এলাকায় এখন বছরজুড়ে চাষ হচ্ছে বেগুন, কাঁকরোল, লাউ, বরবটি, সীম, বাঁধাকপি, সীম, চিচিঙ্গা, লাউসহ বিভিন্ন সবজি। শীতকালীন আগাম সবজির পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি বছর আগাম এ শীতকালীন সবজির মূল্য অন্য বছরের তুলনায় দুই-তিনগুণ বেশি হওয়ায় কৃষকরা খুশি ।
জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকায় প্রায় ৫শ হেক্টর জমিতে বিভিন্ন সবজির চাষ করা হচ্ছে। এক সময় এসব এলাকার বিস্তীর্ণ জমি পতিত থাকতো। আর এখন ওই বিস্তীর্ণ এলাকাজুড়ে দু’চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ। কৃষকরা জানায়, এখানকার উৎপাদিত সবজি পাইকাররা প্রতিদিন কিনে নিয়ে যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে। সারাদেশে অগ্রহায়ণ মাস থেকে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও এসব এলাকায় কার্তিক মাস থেকেই শীতকালীন আগাম সবজি উৎপাদিত হওয়াতে স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ¦বর্তী জেলা ও উপজেলার চাহিদা পূরণ করছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আশরাফ উদ্দিন বলেন, চাহিদা ও দাম ভালো থাকায় কৃষকরা আগাম শীতকালীন সবজির দিকে ব্যাপকভাবে ঝুঁকছেন। আগাম শীতকালীন সবজি চাষে আধুনিক প্রযুক্তি প্রয়োগ এবং এখানকার উৎপাদিত সবজিই কৃষকদের সমৃদ্ধির দুয়ার খুলে দেবে আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি।
কৃপ্র/ এম ইসলাম