কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, মওলানা ভাসানী উপনিবেশিক বৃটিশ-ভারতে, পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশে সারাজীবন কৃষক ক্ষেতমজুর-আদিবাসীসহ গ্রামের অবহেলিত, নিপীড়িত মানুষ ও শ্রমজীবী মেহনতি জনতার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা। তাঁর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে শোষণ মুক্তির লক্ষ্যে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ সোমবার বিকেলে নওগাঁ নওযোয়ান মাঠে মওলানা ভাষানী স্মরণে আয়োজিত কৃষক ও ক্ষেতমজুর সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট/ বাসদ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলতাফুল হক চৌধুরী আরব।
খালেকুজ্জামান আরো বলেন, আমাদের স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কৃষক শ্রমিকের অধিকার অর্জিত হয়নি। এতগুলো বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশের ভূমি সংস্কার, কৃষকের উৎপাদিত ফসলের নায্য দাম, কম দামে সার-বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের পর্যাপ্ত ও সময়মত সরবরাহ, ক্ষেতমজুরদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা, ক্ষেতমজুর ভূমিহীনদের রেজিস্ট্রেশন কার্ড প্রদান, আদিবাসীদের ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতিসহ তাদের দীর্ঘদিনের দাবি আজও বাস্তবায়িত হয়নি।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম