কৃষি প্রতিক্ষণ ঢাকাঃ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি বলেছেন, জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে যুক্তরাজ্যের সহযোগিতা নিশ্চিত করা হবে তার অন্যতম লক্ষ্য। সোমবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্য দূত হওয়ার পর রুশনারা আলীর এটিই প্রথম বাংলাদেশ সফর।
তিনি বলেন, বাংলাদেশ খুবই সৃজনশীল ও প্রাণবন্ত। বাংলাদেশের আরো উন্নয়ন ও অগ্রগতি এবং হুমকি মোকাবেলায় যুক্তরাজ্যের চলমান সহযোগিতা আরো জোরদারে আমি বেশি আগ্রহী। দুই দেশ যাতে মজবুত বাণিজ্য সম্পর্কের মাধ্যমে বেশি উপকৃত হয় সেক্ষেত্রেই জোর দেয়া হবে। বাজারের কৌশলগত দিক বিবেচনায় বাংলাদেশ খুবই ভালো জায়গা বলে মনে করেন।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের ওপর বেশি জোর দিচ্ছে বলে আমি জানি। এখানে অবশ্যই ভালো অবকাঠামো দরকার। এটা হলে ব্যাপক পরিবর্তন সাধিত হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রভাব ও ভবিষ্যত দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা নিয়ে তিনি বলেন, বেক্সিটের পর বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হবে। দূতরা মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে তাদের ভূমিকা পালন করবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর গার্মেন্টস খাতে নিরাপত্তা ও কর্ম পরিবেশের যে উন্নতি হয়েছে সেটা তুলে ধরতে হবে। বৃহস্পতিবার ঢাকা ছেড়ে যাওয়ার আগে রুশনারা আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিরোধী দলীয় নেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
কৃপ্র/ এম ইসলাম