কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশ চট্রগ্রাম-ঢাকা-আশুগঞ্চ এবং সংযুক্ত রুটের পাশাপাশি ৯শ’ কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা স্বাভাবিক রাখতে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা পাবে। বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন এবং বিশ্ব ব্যাংকের বাংলাদেশ বিষয়ক কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফ্যান চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ আঞ্চলিক নৌপথ পরিবহন প্রকল্প-১ শিরোনামের এ প্রকল্পটি বাস্তবায়িত হলে পণ্য ও যাত্রী পরিবহনে সময় ও অর্থ খরচ কম হবে এবং জাতীয় ও আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পাবে। প্রকল্পের অধিনে পানগাঁও-এ একটি নতুন সাধারণ কার্গো টার্মিনাল নির্মিত হবে এবং আশুগঞ্জে বর্তমান কার্গো টার্মিনালটির উন্নয়ন করা হবে।এ ছাড়া সদরঘাট, নারায়ণগঞ্জ, চাদপুর এবং বরিশালে নতুন ও বর্তমান টার্মিনালগুলোর উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে সারা বছর নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন করা সম্ভব হবে।
এ প্রকল্পের অধীনে ১৪টি ল্যান্ডিং ঘাট নির্মিত হবে। এতে যাত্রী সাধারণ বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য টয়লেট সুবিধা ও ওয়েটিং রুম নির্মিত হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন অনুষ্ঠানে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপথ পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ফ্যান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ পণ্য ও যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে বাংলাদেশে আন্ত-আঞ্চলিক বাণিজ্যিও বৃদ্ধি পাবে।
সুত্রঃ বাসস / কৃপ্র/ এম ইসলাম