কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সারা দেশে কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহের জন্য এ দেশের মাটিতেই বীজের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিএডিসির চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। তিনি বীজের মান বজায় রাখতে ও বীজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি খাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সম্প্রতি রংপুরে আরডিআরএস বাংলাদেশের কনফারেন্স রুমে কৃষি মন্ত্রণালয়াধীন রংপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় কৃষি বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান (অতিরিক্ত সচিব), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বিএডিসি সদস্য পরিচালক (বীজ) মো. মাহমুদ হোসেন (অতিরিক্ত সচিব), আইএপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শাহ আলম প্রমুখ।
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বীজ প্রত্যয়ন এজেন্সি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিসের অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্রঃ কৃপ্র/ এম ইসলাম