কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে ৭৩ হাজার ৪৪৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে চাষিরা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেন বলে আশা করা যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জানান, এর মধ্যে সদর উপজেলায় ২৪ হাজার ৬০০ হেক্টর জমিতে, কলারোয়া উপজেলায় ১২ হাজার ৩৫০ হেক্টর জমিতে, তালা উপজেলায় ১৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে, দেবহাটা উপজেলায় ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে, কালিগঞ্জ উপজেলায় ৫ হাজার ২০০ হেক্টর জমিতে, আশাশুনি উপজেলায় ৬ হাজার ৩০০ হেক্টর জমিতে ও শ্যামনগর উপজেলায় ১ হাজার ৬০৫ হেক্টর জমিতে ধার্য্য করা হয়েছে লক্ষ্যমাত্রা।
জেলার কৃষকরা জানান, এ চাষের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ততম সময় কাটাচ্ছেন। বোরো চাষে জেলায় পাম্পের মাধ্যমে পানি সংগ্রহ, সার, কীটনাশক ওষুধে তেমন সমস্যা না থাকায় বোরোর আবাদ পর্যাপ্ত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম