কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ এবার সারাবছর ফলন পাওয়া যায় এমন কাঠালের জাত উদ্ভাবন করেছেন খাগড়াছড়ির রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। কেন্দ্রটির গবেষকরা জানান, কয়েকবছর আগে উপজেলার নাকাপা এলাকায় সারাবছর ফল দেয় এমন একটি কাঠাল গাছের সন্ধান পান তারা। সেটি নিয়ে ২০১১ সাল থেকে গবেষণা শুরু করে গেল বছর নতুন উদ্ভাবনে সক্ষম হন বিজ্ঞানীরা।
সাধারণত মৌসুমী কাঠাল পাওয়া যায় মে থেকে জুলাই পর্যন্ত। তবে নতুন জাতের কাঠাল ফলবে সারাবছর। ফলের সংখ্যাও হবে অনেক বেশি। বর্তমানে এটির চারা উৎপাদন করা হচ্ছে। সামনে এই জাতটি সারাদেশে ছড়িয়ে দেয়ার কথা জানান গবেষণকরা।
সুত্রঃ চ্যানেল ২৪ / কৃপ্র/ এম ইসলাম