কৃষি প্রতিক্ষণ ঢাকাঃ রাজধানীতে সবজির সমাহার নিয়ে শুরু হবে জাতীয় সবজিমেলা ২০১৭। দেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা বিচিত্র সব সবজি দেখার পাশাপাশি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন মেলায় আসা দর্শনার্থীরা। তৃতীয়বারের মতো তিনদিবন্যাপী এ সবজিমেলা খামারবাড়ি সংলগ্ন আ ক ম গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়াম প্রাঙ্গণে ৫ জানুয়ারি শুরু হবে।
মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। কৃষি তথ্য সার্ভিস পরিচালক ও কৃষিবিদ মো. মিজানুর রহমান সম্প্রতি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মেলার অন্যতম উদ্দেশ্যে হলো সবজি উৎপাদন ও খাওয়া বিষয়ে সচেতনতা তৈরি করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচারাল উইং সূত্র জানায়, প্রায় ১১০ রকমের প্রচলিত সবজি সব জায়গাতেই পাওয়া যায়। তবে এর বাইরে দেশজুড়ে আরও নানা পদের সবজি চাষ হয়।
এ ছাড়া একই সবজি একেক অঞ্চলে একেক নামে উৎপাদন হয়। এ রকম সবজিও এ মেলায় প্রদর্শন করা হবে। এ ছাড়া একই নামের সবজি যে অনেক জাতের হয়, তার চিত্র পাওয়া যাবে এ মেলায়। কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, মেলার উদ্বোধনী অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেবে। সবজিতে বাংলাদেশের উন্নয়নও ঠাঁই পাবে মেলায়। ৭ জানুয়ারি সন্ধ্যায় পর্দা নামবে এ মেলার।
কৃপ্র/ এম ইসলাম