কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ যশোরের কৃষকরা এখন ব্যস্ত বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে বোরো আবাদের ধুম। বীজতলা পরিচর্যার পাশাপাশি কৃষকরা জমি তৈরি ও চারা রোপণ শুরু করেছেন। এবার জেলায় ১ লাখ ৫১ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ হতে পারে। যশোর সদর উপজেলার চাঁচড়া, হাশিমপুর, তাহেরপুর, রামনগরসহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে বোরো আবাদের কর্মযজ্ঞ।
নদীর পাড়ে, খালের ধারে, রেললাইনের পাশের জমিতে, বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা, কোথাও গভীর নলকূপ থেকে চলছে জলসেচ, ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে কোথাও চলছে জমি চষার কাজ। সদরের চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া এলাকার বিল হরিণায় ধানের পাতোখোলায় কাজ করার সময় কৃষক আতাউর রহমান জানান, এবার তিনি তিন বিঘা জমিতে বোরো আবাদ করবেন। সেজন্য চার কাঠা জমিতে বীজতলা তৈরি করেছেন। ইতোমধ্যে এক বিঘা জমি চাষ সম্পন্ন হয়েছে। দু-একদিনের ভেতরেই চারা রোপণ করবেন।
ভোরের আলো ফুটতেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন যশোর অঞ্চলের কৃষক। বোরো ধান আবাদের জন্য বীজতলা তৈরি করছেন। জমি চষার কাজও চলছে পুরোদমে। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষীরা। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে।
যশোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় চলতি রবি মৌসুমে এক লাখ ৫২ হাজার ৪৩৬ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক লাখ ২৪ হাজার ৪৬৫ হেক্টর জমিতে বোরো-উফশী (উচ্চ ফলনশীল) এবং ২৭ হাজার ৯১৯ হেক্টর জমিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষ করা হচ্ছে। এছাড়া ৫২ হেক্টর জমিতে স্থানীয় (দেশি) জাতের বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃপ্র/এম ইসলাম