কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ দিন দিন বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে ড্রাগন ফলের চাষ।এরই ধারাবাহিকতায় এবার নওগাঁয় এই ফল চাষের উদ্যোগ নিয়েছেন, নাটোর কৃষি বিভাগের উদ্যান উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানি। তিনি বলেন, দেশে ড্রাগন ফলের চাষ বৃদ্ধি ও বাজার সৃষ্টি করতে পারলে, বাণিজ্যিক সফলতা পেতে পারেন চাষীরা। ড্রাগন ফলের পুষ্টিগুণ আর বাহারী রংয়ের কারণে দেশে বিদেশে সবেশ কদর রয়েছে এই ফলের।
নওগাঁর রাণীনগরের গুয়াতা গ্রাম। খুঁটিতে ঝুলছে ড্রাগন গাছ ফলও ধরেছে ডগায়। কৃষি কর্মকর্তা গোলাম রাব্বানির বাগান জুড়ে এখন শুধুই ড্রাগন ফলের গাছ। শুরুতে অল্প পরিসরে থাকলেও ২০১৫ সালে এক একর জমিতে ড্রাগন গাছের চাষ শুরু করেন গোলাম রাব্বানি। তিনি জানান, এক বিঘা জমিতে ৭শটি ড্রাগন ফল গাছের চাষ করা যায়। পরিপূর্ণ পরিচর্যায় ছয়মাসেই ফল আসে গাছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, বাজার সৃষ্টি করা গেলে দেশে ড্রাগন ফলের বাণিজ্যিক আয় বাড়ানো সম্ভব। চিকিৎসকরা বলছেন, ভেষজ নানা গুণ থাকায় দিন দিন জনপ্রিয় হচ্ছে ফলটি।
কৃপ্র/এম ইসলাম