কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ তামাকপ্রবণ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সরিষা চাষের জনপ্রিয়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি অফিসের হিসাবমতে মিরপুর উপজেলায় এ বছর সরিষা চাষের লক্ষমাত্রা ৬৫০ হেক্টর হলেও ৮৮৫ হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে। অল্প খরচে অধিক লাভের আশায় মিরপুর উপজেলার শতকরা ৮০ জন কৃষক তাদের জমিতে তামাক চাষ করত। এতে ক্ষতিগ্রস্ত হত আবাদী জমি। ঘটত পরিবেশের বিপর্যয় । সে সব জমিতে এখন শোভাবর্ধন করছে হলুদ সরিষার সমারোহ।
সেইসঙ্গে সরিষার ফলন বৃদ্ধিতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বছর প্রথমবারের মত পরীক্ষামূলবভাবে গেল বছরের ২৫ ডিসেম্বর থেকে সরিষা ক্ষেতে ‘মধু আহরণ’ প্রকল্প স্থাপন করা হয়েছে। মিরপুর উপজেলা কৃষি র্কমকর্তা রমেশ চন্দ্র ঘোষ জানান, মিরপুর উপজেলায় ৮৮৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সরিষার ফলন বৃদ্ধিতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সরিষা ক্ষেতে মধু আহরণ প্রকল্প স্থাপন করা হয়েছে। এর ফলে ২০ ভাগ সরিষার ফলন বৃদ্ধি পাবে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম